উত্তরদিনাজপুর

গ্রেফতার হল জালিয়াতি কান্ডের মুল পান্ডা মেহেবুব আলম ওরফে সোনা

উত্তর দিনাজপুরে বার বার  ঘটে আসা  এটিএম জালিয়াতির ঘটনায় বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। এটিএম জালিয়াতি কান্ডের মুল পান্ডা মেহেবুব আলম ওরফে সোনাকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে। গত ৩০ শে মার্চ রায়গঞ্জ থানার পুলিশ শহরের একটি  এটিএমের সামনে থেকে দুইজনকে গ্রেফতার করেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই সোনা নামটি উঠে আসে।  এটিএম জালিয়াতি কান্ডের মুল পান্ডা ধৃত মেহেবুব আলম ওরফে সোনা জানায় তার অধিনে ৪ জন কাজ করত আর সে তাদের প্রত্যেকে  এটিএম জালিয়াতির বিষয়ে প্রশিক্ষণ দিত। এই কাজের জন্য তাদেরকে টাকাও দেওয়া হত। প্রায় বছর খানেক কাজ করার পর ২ জন এই কাজ ছেড়ে দিলেও বাকি ২জন এই কাজের সাথে যুক্ত ছিল। এই ঘটনার পূর্বে সে আরও দুইবার জেলে গেছে বলে জানায় মেহেবুব আলম । শুধু উত্তর দিনাজপুরে নয় দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও তারা এই কাজ করেছে । ধৃতকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ এবং  ধৃত সোনার কাছ থেকে আরও নতুন তথ্য জানার জন্য ৭ দিনের পুলিশই হেফাজতের আবেদন জানায় পুলিশ।